
নিজস্ব প্রতিবেদক │ দৈনিক শেষকথা
বরগুনার তালতলী উপজেলায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার আসামি মো. মোকলেছ মোল্লা (৫৯) কে গ্রেপ্তার করেছে র্যাব-৮ পটুয়াখালী। মামলার আট দিন পর বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় বেতাগী উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে তালতলী থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।
তালতলী থানা পুলিশ সূত্র জানায়, আসামি মোকলেছ মোল্লার বিরুদ্ধে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের হয়। মামলা দায়েরের পর থেকেই তিনি গা-ঢাকা দিয়ে আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক অভিযান পরিচালনা করা হলেও ব্যর্থ হয়।
পরে তদন্ত কর্মকর্তা গোপন সূত্র ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিশ্চিত হন যে আসামি বেতাগী উপজেলায় অবস্থান করছে। তদন্ত কর্মকর্তা র্যাব-৮ পটুয়াখালীর সহযোগিতা চান। র্যাবের একটি বিশেষ টিম উন্নত প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এ বিষয়ে তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজালাল বলেন, “কানুনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মামলার পরপরই তাকে গ্রেপ্তারে নেমেছিল। র্যাব-৮ এর সহায়তায় আমরা তাকে আটকের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছি। মামলার তদন্তের স্বার্থে রিমান্ড আবেদন করা হবে।”
শিশু ধর্ষণের মতো বর্বর অপরাধের ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। দ্রুত বিচার দাবি করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।