
স্টাফ রিপোর্টার, বেতাগী | ১৮ নভেম্বর ২০২৫, মঙ্গলবার
বেতাগী উপজেলায় আজ মঙ্গলবার দুপুরে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও অন্তত তিনজন আহত হয়েছেন। উপজেলার পুঠিয়াখালী দক্ষিণ পাড় ছোট ঝোপখালী হাওলাদার বাড়ির সামনে বরিশালমুখী একটি বাস ও স্থানীয় যোগাযোগের জনপ্রিয় যান মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে বরিশাল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি দ্রুতগতিতে পুঠিয়াখালী এলাকায় প্রবেশ করলে বিপরীত দিক থেকে আসা মাহেন্দ্রাটির সঙ্গে তীব্র ধাক্কা লাগে। এতে মাহেন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক যাত্রী প্রাণ হারান। গুরুতর আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকরা জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
স্থানীয়রা জানান, সড়কটিতে অতিরিক্ত গতি ও বেপরোয়া চালনা প্রায়ই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। তাঁরা দুর্ঘটনা রোধে যথাযথ নজরদারি ও সড়ক নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
দুর্ঘটনায় নিহত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করেছেন স্থানীয়রা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
সড়কে সাবধানতা অবলম্বন করার আহ্বান জানিয়ে তারা বলেন, “একটি দুর্ঘটনাই সারা জীবনের কান্নার কারণ হতে পারে।”
আরো সংবাদ পরুন 👇


