📰 দৈনিক শেষ কথা

🚨 আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের উত্তর সোনাখালী এলাকার তাফালবাড়িয়া নদীসংলগ্ন বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন রোধের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। জিওব্যাগ তৈরিতে বালুর সঙ্গে নির্ধারিত পরিমাণ সিমেন্ট ব্যবহার না করার অভিযোগ করেছেন স্থানীয় ইউপি সদস্যসহ এলাকাবাসী।

🛠️ অনিয়মের অভিযোগ

স্থানীয়দের অভিযোগ, পটুয়াখালী জেলা কৃষকদলের আহ্বায়ক ও মরিচবুনিয়া ইউপি চেয়ারম্যান ঠিকাদার মনিরুজ্জামান টিটু এই কাজের দায়িত্বে রয়েছেন। প্রাক্কলন অনুযায়ী, জিও ব্যাগ তৈরিতে ছয় ফারা বালুর সঙ্গে এক বস্তা সিমেন্ট মিশ্রণ করার নিয়ম থাকলেও ঠিকাদার সেই নিয়ম মানছেন না।

স্থানীয় সূত্র মতে, প্রায় ৩০ বছর ধরে তাফালবাড়িয়া নদীর এই অংশে ভাঙন চলছে, যাতে প্রতিবছর অন্তত ১০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়। ২০২২ সালে একবার জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করা হলেও ঠিকাদারি অনিয়মের কারণে দুই বছরের মধ্যেই আবার ভাঙন দেখা দেয়।

📉 নিম্নমানের কাজ

চলতি বছরের জুন মাসে ১২০ মিটার ভাঙন রোধে বরগুনা পানি উন্নয়ন বোর্ড জরুরি প্রকল্প হিসেবে ঠিকাদার টিটুকে কাজটি দেয়। প্রাক্কলন অনুযায়ী ১ হাজার ৮৯৫টি জিও ব্যাগ তৈরির কথা থাকলেও এখন পর্যন্ত ৪৯৫টি ব্যাগ প্রস্তুত হয়েছে। স্থানীয় বাসিন্দা ইছা বিশ্বাস, ওহিদুল হাওলাদার ও ইউনুচ হাওলাদার অভিযোগ করেন,

“১৩৮টি ব্যাগে সিমেন্ট দেওয়া হয়নি, আর বাকিগুলোর সিমেন্টও মানসম্মত নয়। এক বস্তা সিমেন্ট দিয়ে ১৫টি ব্যাগ তৈরি করা হচ্ছে, যা সম্পূর্ণ নিয়মবহির্ভূত।”

 

তারা আরও জানান, চুক্তি অনুসারে পাইলিংয়ের কাজেও নিম্নমানের ড্রাম সিট ও কাঠের গুঁড়ি ব্যবহার করা হচ্ছে।

🛑 কাজ বন্ধের নির্দেশ

এই গুরুতর অনিয়মের পরিপ্রেক্ষিতে স্থানীয়রা বরগুনা পানি উন্নয়ন বোর্ডের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে বরগুনা পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী সুমন সিকদার এবং উপ-সহকারী প্রকৌশলী নাজমুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। অনিয়মের সত্যতা পেয়ে তারা তাৎক্ষণিকভাবে কাজ বন্ধের নির্দেশ দেন।

ইউপি সদস্য আবু জাফর এই তথ্য নিশ্চিত করে বলেন, “আমাদের অভিযোগের পর পিডব্লিউবি (পানি উন্নয়ন বোর্ড) কর্মকর্তারা এসে কাজ বন্ধ করে দিয়েছেন।”

💬 কর্তৃপক্ষের বক্তব্য

ঠিকাদার মনিরুজ্জামান টিটু অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, “পানি উন্নয়ন বোর্ড এসে কাজ বন্ধ করে দিয়েছে। আমি সঠিকভাবে তদারকি করতে পারলে হয়তো এমন অনিয়ম হতো না।”

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী নাজমুল হাসান বলেন, “অনিয়মের অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।”

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান জানান, “অভিযোগের পরপরই সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠিয়ে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অনিয়ম দূর করে দ্রুত কাজ পুনরায় শুরু করার নির্দেশও দেওয়া হয়েছে।”

সংবাদ প্রেরক-

রাসেল মিয়া, আমতলী, বরগুনা

প্রকাশ: নভেম্বর ১৮, ২০২৫

 

By দৈনিক শেষকথা

দৈনিক শেষকথা প্রকাশনার ২৩ বছর__ "দৈনিক শেষকথা" সরকারি মিডিয়াভূক্ত বহুল প্রচারিত দৈনিক পত্রিকা, রেজি নং-ঃ কেএন-৪৪১, Daily Seshkatha News24, সম্পাদক - মোঃ ইউনুস সোহাগ। নির্বাহী-সম্পাদক - মিজানুর রহমান। উপদেষ্টা মন্ডলি প্রধান - হাফিজুর রহমান, সহযোগী সম্পাদক-- মো: আতিকুর রহমান ইশতি। বার্তা সম্পাদক- আরিয়ান শ্রাবণ- জুবায়ের, সহযোগী বার্তা সম্পাদক - রাইসা ও মাইসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com