
বরগুনা জেলা সংবাদদাতা
বরগুনার আমতলী পৌরসভার মহিলা কলেজ রোড এলাকায় জমি-সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে রক্তাক্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই ভাইসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় দুইজনকে পটুয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটে গত মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেল ৫টার দিকে আমতলী পৌরসভার ২নং ওয়ার্ডের মহিলা কলেজ রোড এলাকায়। এ ঘটনায় বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় আহতদের পক্ষ থেকে আমতলী থানায় নয়জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত আট-দশজনকে আসামি করে একটি এজাহার দায়ের করা হয়েছে।
মামলার বাদী মাওলানা মো. জহিরুল ইসলাম (৫৭) অভিযোগে উল্লেখ করেন, একই পরিবারের সদস্যদের সঙ্গে জমিজমা ও পারিবারিক বিভিন্ন বিষয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে ওই দিন বিকেলে আসামিরা দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে তার ছোট ভাইদের ওপর হামলা চালায়।
এজাহারে বলা হয়, হামলাকারীরা প্রথমে ভিকটিম মো. জহিরুল ইসলাম ও তার ছোট ভাই মো. রাসেলকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে। পরে তাদের উদ্ধার করে প্রথমে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আসামিরা সেখানে বাধা দেয়। পরে আহতদের পটুয়াখালী হাসপাতালে স্থানান্তর করা হয়।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা এ সময় স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেয় এবং নারী সদস্যদের পোশাক টেনে হেনস্তা করে। ঘটনাস্থলে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
এ ঘটনায় আমতলী থানায় বাদী মাওলানা মো. জহিরুল ইসলাম নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, ‘লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’