স্টাফ রিপোর্টার | দৈনিক শেষ কথা

 

বরগুনার আমতলীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাস দমন ও নাশকতা প্রতিরোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান।

সভায় উপস্থিত বক্তারা চলমান পরিস্থিতিতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের আরও ঘনিষ্ঠ সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

 

সভায় অংশগ্রহণ ও বক্তব্য

 

সভায় বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতামত ও প্রয়োজনীয় পরামর্শ তুলে ধরেন। বক্তব্য রাখেন—

 

ড. মো. জামাল হোসেন, অধ্যক্ষ, আমতলী সরকারি কলেজ

 

ডা. চিন্ময় হাওলাদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা

 

মো. আসরাফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি), আমতলী

 

মো. নকিব হাসান, কমান্ডার, বাংলাদেশ নৌবাহিনী

 

দেওয়ান জগলুল হাসান, ভারপ্রাপ্ত কর্মকর্তা, আমতলী থানা

 

মো. ইউনুষ আলী হাওলাদার, অধ্যক্ষ, আমতলী বন্দর মাদরাসা

 

গোলাম মাহামুদ সেলিম, একাডেমিক সুপারভাইজার

 

মাইন উদ্দিন মামুন, চেয়ারম্যান, বিআরডিবি

 

কবির উদ্দিন ফকির, আহ্বায়ক, পৌর বিএনপি

 

মো. বজলুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, এ কে সরকারি হাই স্কুল

 

শাহ আলম কবির, প্রধান শিক্ষক, এমইউ বালিকা বিদ্যালয়

 

মো. রেজাউল করিম, সভাপতি, আমতলী প্রেসক্লাব

 

 

সভায় আলোচিত বিষয়

 

সভায় বক্তারা আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে যৌথ উদ্যোগ জোরদার, সামাজিক অপরাধ দমন, কিশোরদের অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধ, চোরাচালান ও মাদক নির্মূল এবং নাশকতা প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

 

উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান বলেন,

“আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনগণের যৌথ প্রচেষ্টায় একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব।”

 

সভায় বক্তারা নিরাপদ সমাজ গঠনে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানান।

 

প্রতিবেদন: দৈনিক শেষ কথা

By দৈনিক শেষকথা

দৈনিক শেষকথা প্রকাশনার ২৩ বছর__ "দৈনিক শেষকথা" সরকারি মিডিয়াভূক্ত বহুল প্রচারিত দৈনিক পত্রিকা, রেজি নং-ঃ কেএন-৪৪১, Daily Seshkatha News24, সম্পাদক - মোঃ ইউনুস সোহাগ। নির্বাহী-সম্পাদক - মিজানুর রহমান। উপদেষ্টা মন্ডলি প্রধান - হাফিজুর রহমান, সহযোগী সম্পাদক-- মো: আতিকুর রহমান ইশতি। বার্তা সম্পাদক- আরিয়ান শ্রাবণ- জুবায়ের, সহযোগী বার্তা সম্পাদক - রাইসা ও মাইসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com