নিজস্ব প্রতিবেদক │ দৈনিক শেষকথা

 

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকস্থলীতে ইয়াবা বহনকালে ৬ হাজার ৩৭৮ পিস ইয়াবাসহ মো. পান্নু হাওলাদার (৩০) নামে বরগুনার এক যুবককে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

 

শনিবার (১ নভেম্বর) দিবাগত রাতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়। আটক পান্নু হাওলাদারের বাড়ি বরগুনার আমতলী উপজেলায়।

 

এপিবিএন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইউএস বাংলা এয়ারলাইন্সের অভ্যন্তরীণ বিএস-১৪২ ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকায় ফেরার পর বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের আগমনী গেইটের সামনের রাস্তা থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে তাকে এপিবিএন অফিসে এনে জিজ্ঞাসাবাদ করলে তিনি পাকস্থলীতে ইয়াবা পরিবহনের কথা স্বীকার করেন।

 

পরে চিকিৎসকের পরামর্শে করানো এক্সরে পরীক্ষায় তার পেটে বিপুল পরিমাণ ডিম্বাকৃতির বস্তুর উপস্থিতি নিশ্চিত হয়। ধারণা করা হচ্ছে, সেগুলোই ইয়াবার প্যাকেট।

 

এপিবিএনের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, আটকের পর তাকে চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হয়েছে। মাদক পাচারকারী চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে তদন্ত চলছে।

 

মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এপিবিএন।

 

By দৈনিক শেষকথা

দৈনিক শেষকথা প্রকাশনার ২৩ বছর__ "দৈনিক শেষকথা" সরকারি মিডিয়াভূক্ত বহুল প্রচারিত দৈনিক পত্রিকা, রেজি নং-ঃ কেএন-৪৪১, Daily Seshkatha News24, সম্পাদক - মোঃ ইউনুস সোহাগ। নির্বাহী-সম্পাদক - মিজানুর রহমান। উপদেষ্টা মন্ডলি প্রধান - হাফিজুর রহমান, সহযোগী সম্পাদক-- মো: আতিকুর রহমান ইশতি। বার্তা সম্পাদক- আরিয়ান শ্রাবণ- জুবায়ের, সহযোগী বার্তা সম্পাদক - রাইসা ও মাইসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com