🚨 সিন্ডিকেট করে অফিস জিম্মি: ডিলারদের কাছ থেকে মাসে লক্ষাধিক টাকা উৎকোচ!

বরগুনা প্রতিনিধি: অনিয়ম আর দুর্নীতির মাধ্যমে স্বৈরাচারী শাসনের রেকর্ডকেও যেন হার মানিয়েছেন বরগুনা সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (টিসিএফ) শহিদুল ইসলাম। তার বিরুদ্ধে প্রতিটি খাদ্যবান্ধব ডিলারকে “চুষে খাওয়ার” অভিযোগ উঠেছে, যার ফলস্বরূপ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ জনগণ। সম্প্রতি বরগুনা সদর উপজেলার ৩৫ জন খাদ্যবান্ধব ডিলারের কাছ থেকে প্রতি মাসে মাস্টার রোল বাবদ ৭০ হাজার টাকা উৎকোচ নেওয়ার ঘটনাটি “টক অফ দ্য টাউনে” পরিণত হয়েছে।

🤝 উৎকোচ আদায়ে শক্তিশালী সিন্ডিকেট

অভিযোগ মতে, এই উৎকোচ গ্রহণে টিসিএফ শহিদুল ইসলামকে সরাসরি সহায়তা করছেন একই অফিসের (বি-মেকানিক্যাল) মো. মামুনের আপন বড় ভাই ফিরোজ এবং নৈশ প্রহরী রাসেল উদ্দিন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ডিলার জানান, প্রথমে ডিলারদের কাছ থেকে টাকা তোলেন ফিরোজ, তিনি দেন নৈশ প্রহরী রাসেল উদ্দিনের কাছে, এবং রাসেল সেই টাকা তুলে দেন টিসিএফ শহিদুল ইসলামের হাতে। অভিযোগ রয়েছে, এভাবেই তারা একটি শক্তিশালী সিন্ডিকেট তৈরি করে খাদ্য নিয়ন্ত্রকের অফিসকে জিম্মি করে রেখেছেন।

📉 ভোক্তার অধিকার হরণ ও কালোবাজারি

অনুসন্ধানে জানা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে মারাত্মক অনিয়ম চলছে। নিয়ম অনুযায়ী খাদ্য শস্য বিতরণের পর কার্ডের ঘরগুলো পূরণ হলে নতুন কার্ড বিতরণ করা আবশ্যক হলেও, টিসিএফ শহিদুল ইসলাম সেই নিয়ম মানছেন না।

* কার্ড নেই, চাল নেই: ভোক্তাদের নতুন কার্ড প্রদান না করায় তালিকাভুক্ত ভোক্তারা চাল পাচ্ছেন না, আবার কার্ড না থাকায় অভিযোগ করারও সুযোগ পাচ্ছেন না।

* কালোবাজারে বিক্রি: এই সুযোগ কাজে লাগিয়ে ডিলারগণ চাল কালোবাজারে বিক্রি করার সুযোগ পাচ্ছেন। আর এই সুবিধা দেওয়ার বিনিময়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ডিলার প্রতি ২/৩ হাজার টাকা করে উৎকোচ নিচ্ছেন।

* ভুতুড়ে বরাদ্দ: ২০২৪ সালের জানুয়ারি মাসে বরগুনা সদর উপজেলার ২০০ জন নতুন তালিকাভুক্ত হলেও তাদের কাউকে কার্ড দেওয়া হয়নি। ফলে ডিলারগণ চাল বিতরণ না করে সরাসরি কালোবাজারে বিক্রি করছেন বলে অভিযোগ রয়েছে।

খাদ্যবান্ধব কর্মসূচী নীতিমালা ২০২৪ অনুযায়ী তালিকাভুক্ত ভোক্তাদের নিকট কার্ড সরবরাহ করার বাধ্যবাধকতা থাকলেও, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কোন স্বার্থের বিনিময়ে কার্ড বিতরণ না করে ডিলারদের নিকট চাল সরবরাহ করছেন—এই বিষয়টি অজানা।

🔄 স্বেচ্ছাচারী বরাদ্দ ও ডিলারদের অসন্তোষ

* নামের গরমিল: সেপ্টেম্বর ২০২৪ মাস থেকে বরগুনা সদর উপজেলায় বিভিন্ন ইউনিয়নের ৮ জন ডিলারের অনুকূলে বরাদ্দ প্রদান না করে ভিন্ন লোকের নামে চালান দিয়ে চাল সরবরাহ করা হচ্ছে। অথচ মাস্টার রোলে ডিলারের নাম থাকছে। সরজমিনে দেখা গেছে যে চালান/ডিও এক ব্যক্তির নামে, মাস্টার রোল অন্য লোকের নামে, এবং বিক্রয় করছেন তৃতীয় আরেক ব্যক্তি।

* কারাগারে থেকেও বরাদ্দ: বরগুনা সদর উপজেলার ৯নং এম. বালিয়াতলী ইউনিয়নের ৩ জন ইউপি সদস্য বরগুনা জেলা কারাগারে থাকা সত্ত্বেও এদের ২ জনের নামে অক্টোবর ২০২৫ মাসের খাদ্যবান্ধব কর্মসূচির বরাদ্দ দিয়ে চাল উত্তোলন করা হয়েছে। কারান্তরীন ব্যক্তির নামে কোন স্বার্থের বিনিময়ে চাল বরাদ্দ দেওয়া হয়েছে, তা নিয়ে ইউনিয়ন পরিষদের অন্য সদস্যদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

* পক্ষপাতমূলক বরাদ্দ: নিয়ম অনুযায়ী প্রত্যেক ডিলারের নামে পর্যায়ক্রমে চাল বরাদ্দ দেওয়ার কথা থাকলেও, টিসিএফ শহিদুল ইসলাম অনৈতিক সুবিধা গ্রহণের মাধ্যমে স্বেচ্ছাচারীভাবে বরাদ্দ প্রদান করছেন। কোনো কোনো ডিলারের নামে প্রতি মাসে, আবার কারো নামে দু-এক মাস পরপর বরাদ্দ প্রদান করা হচ্ছে, আর কিছু ডিলার কোনো বরাদ্দই পাচ্ছেন না।

🛑 প্রতিকারহীনতা ও হুমকি

একাধিক ডিলার নাম প্রকাশ না করার শর্তে জানান, তারা খাদ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর একাধিকবার অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি। বরং বিভিন্ন হুমকি-ধামকির শিকার হয়েছেন। সফটওয়্যারে ডিলারের নাম পরিবর্তনযোগ্য হলেও টিসিএফ শহিদুল ইসলাম তা করছেন না।

🆕 নতুন ডিলার নিয়োগে গড়িমসি

বরগুনা সদর উপজেলা বাদে জেলার অন্য সকল উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির নতুন ডিলার নিয়োগ করা হলেও, টিসিএফ শহিদুল ইসলাম সদর উপজেলায় নতুন ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি জারী করেও নিয়োগ দিচ্ছেন না। অভিযোগ রয়েছে, তিনি পুরাতন ডিলারগণের কাছ থেকে অবৈধ উৎকোচ হাতিয়ে নিচ্ছেন।

📞 কর্তৃপক্ষের বক্তব্য

অভিযোগের ভিত্তিতে বরগুনা সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (টিসিএফ) শহিদুল ইসলাম ছুটিতে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে বরগুনা জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন জানান, টিসিএফ শহিদুল ইসলাম ছুটিতে আছেন। তিনি ডিলারদের তার সাথে অভিযোগের বিষয়ে কথা বলার পরামর্শ দেন। তবে তিনি আশ্বাস দেন যে অভিযোগ প্রমাণিত হলে টিসিএফ-এর বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে।

 

By দৈনিক শেষকথা

দৈনিক শেষকথা প্রকাশনার ২৩ বছর__ "দৈনিক শেষকথা" সরকারি মিডিয়াভূক্ত বহুল প্রচারিত দৈনিক পত্রিকা, রেজি নং-ঃ কেএন-৪৪১, Daily Seshkatha News24, সম্পাদক - মোঃ ইউনুস সোহাগ। নির্বাহী-সম্পাদক - মিজানুর রহমান। উপদেষ্টা মন্ডলি প্রধান - হাফিজুর রহমান, সহযোগী সম্পাদক-- মো: আতিকুর রহমান ইশতি। বার্তা সম্পাদক- আরিয়ান শ্রাবণ- জুবায়ের, সহযোগী বার্তা সম্পাদক - রাইসা ও মাইসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com