বরগুনা প্রতিনিধি:

 

বরগুনা সদর উপজেলা নলটোনা ইউনিয়নের পিতাম্বরগঞ্জ ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা সজীব হালদার এর বদলি আদেশ বাতিলের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেন।

 

সোমবার সকাল সাড়ে ১১ টায় পিতাম্বরগঞ্জ গর্জনবুনিয়া বাজার চত্বরে সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

 

এ সময় বক্তব্য রাখেন আবু হানিফ, রনিসহ আরো অনেকে।

 

বক্তারা বলেন, ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা সজীব হালদার দায়িত্ব পালনের সময় সঠিক ভাবে ভূমি সেবা দিয়েছে। দুর্নীতিমুক্ত পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দ্রুত তার বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানান তারা ।

By দৈনিক শেষকথা

দৈনিক শেষকথা প্রকাশনার ২৩ বছর__ "দৈনিক শেষকথা" সরকারি মিডিয়াভূক্ত বহুল প্রচারিত দৈনিক পত্রিকা, রেজি নং-ঃ কেএন-৪৪১, Daily Seshkatha News24, সম্পাদক - মোঃ ইউনুস সোহাগ। নির্বাহী-সম্পাদক - মিজানুর রহমান। উপদেষ্টা মন্ডলি প্রধান - হাফিজুর রহমান, সহযোগী সম্পাদক-- মো: আতিকুর রহমান ইশতি। বার্তা সম্পাদক- আরিয়ান শ্রাবণ- জুবায়ের, সহযোগী বার্তা সম্পাদক - রাইসা ও মাইসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com