স্টাফ রিপোর্টার | দৈনিক শেষ কথা

 

বরগুনার পাথরঘাটা সদর ইউনিয়নের বড় টেংরা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিক গাজী (৩৫) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

শনিবার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে নিজ বাড়ির নির্মাণাধীন বসতবাড়িতে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

 

পরিবার সূত্রে জানা যায়, রফিক গাজী ওই এলাকার ইসহাক গাজীর সেজো ছেলে। পেশায় রাজমিস্ত্রি রফিক নিজের নতুন বাড়ির নির্মাণকাজে নিজেই অংশ নেন। কাজের একপর্যায়ে কাঠ ছাঁটার ইলেকট্রিক মেশিনের তার নিচে চাপা পড়ে পুরো মেশিনে বিদ্যুৎ প্রবাহিত হয়। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্বজনরা উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. রাখাল বিশ্বাস তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহত রফিক গাজী স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। তার বড় সন্তানের বয়স সাত বছর এবং ছোটটির বয়স মাত্র এক বছর। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন তিনি।

 

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, রফিক ছিলেন পরিশ্রমী ও দায়িত্বশীল মানুষ। নিজের স্বপ্নের বাড়ি নির্মাণের কাজ এগিয়ে নিতে গিয়ে প্রাণ দিতে হলো তাকে। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

 

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

মানুষের ঘর নির্মাণের কাজ করতে করতেই নিজের ঘর গড়ার স্বপ্ন শেষ হলো রফিক গাজীর—এমনই কান্নার সুর এখন বড় টেংরা গ্রামে।

 

By দৈনিক শেষকথা

দৈনিক শেষকথা প্রকাশনার ২৩ বছর__ "দৈনিক শেষকথা" সরকারি মিডিয়াভূক্ত বহুল প্রচারিত দৈনিক পত্রিকা, রেজি নং-ঃ কেএন-৪৪১, Daily Seshkatha News24, সম্পাদক - মোঃ ইউনুস সোহাগ। নির্বাহী-সম্পাদক - মিজানুর রহমান। উপদেষ্টা মন্ডলি প্রধান - হাফিজুর রহমান, সহযোগী সম্পাদক-- মো: আতিকুর রহমান ইশতি। বার্তা সম্পাদক- আরিয়ান শ্রাবণ- জুবায়ের, সহযোগী বার্তা সম্পাদক - রাইসা ও মাইসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com