নিজস্ব প্রতিবেদক || বরগুনা

 

‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শনিবার (১ নভেম্বর) বরগুনায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫।

সকাল ১০টায় জেলা প্রশাসন ও সমবায় বিভাগ আয়োজিত র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সুবর্ণ জয়ন্তী হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমবায় আন্দোলন দেশের গ্রাম-অর্থনীতিকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বরগুনায় সমবায় খাতকে আরো শক্তিশালী করতে স্বচ্ছতা, দক্ষ ব্যবস্থাপনা ও প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর জোর দেন তারা।

 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বরগুনার জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শফিউল আলম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

 

পুলিশ সুপার আল মামুন শিকদার

 

অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস

 

বরগুনা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান

 

বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. হারুন অর রশিদ রিংকু

 

 

বক্তারা বলেন, সমবায়ভিত্তিক উন্নয়ন কেবল আর্থিক অগ্রগতিই নয়, একে অপরের পাশে দাঁড়ানোর মানবিক মূল্যবোধও তৈরি করে। সমবায়ের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা সম্ভব বলে তারা মত প্রকাশ করেন।

 

অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সংগঠনের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। শেষাংশে জাতীয় সমবায় দিবস-২০২৫ সফলভাবে পালনের প্রত্যয়ে সমবায় কর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে।

By দৈনিক শেষকথা

দৈনিক শেষকথা প্রকাশনার ২৩ বছর__ "দৈনিক শেষকথা" সরকারি মিডিয়াভূক্ত বহুল প্রচারিত দৈনিক পত্রিকা, রেজি নং-ঃ কেএন-৪৪১, Daily Seshkatha News24, সম্পাদক - মোঃ ইউনুস সোহাগ। নির্বাহী-সম্পাদক - মিজানুর রহমান। উপদেষ্টা মন্ডলি প্রধান - হাফিজুর রহমান, সহযোগী সম্পাদক-- মো: আতিকুর রহমান ইশতি। বার্তা সম্পাদক- আরিয়ান শ্রাবণ- জুবায়ের, সহযোগী বার্তা সম্পাদক - রাইসা ও মাইসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com