
স্টাফ রিপোর্টার | দৈনিক শেষকথা
বরগুনা: প্রতিপক্ষকে হয়রানি করতে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়েরের অভিযোগে বরগুনার পাথরঘাটায় মো. বাদশা মিয়া নামের এক ব্যক্তিকে সাত দিনের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
রোববার (৯ নভেম্বর ২০২৫) বরগুনার দ্রুত বিচার আদালতের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস. এম. শরিয়ত উল্লাহ এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত বাদী মৃত হামেজ সিকদারের ছেলে মো. বাদশা মিয়া (৫৮) বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা। রায় ঘোষণার পর তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
তথ্যসূত্রে জানা যায়, চলতি বছরের ২৯ এপ্রিল বাদশা মিয়া প্রতিপক্ষকে দমন করতে দ্রুত বিচার আইন ২০০০ (সংশোধিত ২০১০) এর ৪/৫ ধারায় সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজির অভিযোগে একটি মামলা দায়ের করেন (মামলা নং সি/আর ৭০/২০২৫)। মামলায় তিনি একই এলাকার নাসির হাওলাদার, রিয়াজ, সবুজ, হায়দার মিয়া, বাদল, তিতাস এবং কাকচিড়া ইউনিয়নের মোশারেফ হোসেনকে আসামি করেন।
মামলাটি তদন্তের জন্য পাথরঘাটা থানার ওসি-কে নির্দেশ দেন আদালত। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়— অভিযোগে উল্লেখিত তারিখে আসামিদের চাঁদা দাবি এবং বাদীর স্ত্রীকে মারধরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এমনকি স্ত্রী আলেয়া বেগমের (৫৫) যেসব চিকিৎসা নথি দাখিল করা হয়, তা সড়ক দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত হওয়ার ঘটনা হিসেবে চিকিৎসকের মন্তব্যে নিশ্চিত করা হয়।
পরবর্তীতে আদালতে সাক্ষ্যগ্রহণ ও শুনানিকালে সাক্ষ্যপ্রমাণেও মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা বলে উঠে আসে। আদালত মামলা খারিজ করে বাদীকে কারণ দর্শাতে বলেন। কিন্তু বাদী সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে ক্ষমা প্রার্থনা করেন।
অবশেষে আদালত অপরাধের ধরন বিবেচনায় বাদশা মিয়াকে সাত দিনের কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।