
দৈনিক শেষকথা প্রতিবেদন –
পটুয়াখালীর লোহালিয়া পালপাড়া বাজার এলাকায় বাজার ইজারা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত হওয়ার চাঞ্চল্যকর মামলার অন্যতম এজাহারনামীয় পলাতক আসামী অলি শিকদার (৩০)-কে গ্রেফতার করেছে র্যাব-৮ ও র্যাব-১১ এর যৌথ দল।
গোপন সংবাদের ভিত্তিতে ০৩ নভেম্বর ২০২৫ রাত আনুমানিক ২৩:৪৫ টায় র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প এবং র্যাব-১১, সদর কোম্পানী নারায়ণগঞ্জের যৌথ আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
উল্লেখ্য, মামলার ভিকটিম মোঃ মফিজুল ইসলাম (মাসুদ) সোহাগ মাঝির বিরুদ্ধে দায়ের করা নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলার স্বাক্ষী ছিলেন। এ কারণে পূর্ব শত্রুতার জেরে আসামীরা মফিজুল ইসলামকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়, যার ফলে পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
মোঃ রাশেদুল আহসান
স্কোয়াড্রন লিডার
কোম্পানী অধিনায়ক
র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী