📰 বরিশাল: সাংবাদিকতার পবিত্র পেশার নামে দালালি, চাঁদাবাজি এবং অপসাংবাদিকতার মতো অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়েছেন বরিশালের পেশাদার সাংবাদিকরা। সোমবার (৩ নভেম্বর ২০২৫) বরিশাল শহরের হোটেল কিংফিশারে আয়োজিত এক জরুরি মতবিনিময় সভায় ৩৫টি সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা এই ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দেন এবং সাংবাদিকতার নামে হওয়া অপকর্মের তীব্র নিন্দা জানান।

বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশীদ নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেষ্ঠ সাংবাদিক আলম রায়হান।

সভায় বক্তারা স্পষ্ট ভাষায় বলেন, সাংবাদিকতা হলো সমাজের দর্পণ এবং সত্য প্রকাশের অন্যতম মাধ্যম। কিন্তু দুঃখজনকভাবে কিছু ব্যক্তি সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে, তথ্যের নামে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করছে, যা সাংবাদিকতার মৌলিক নৈতিকতার সম্পূর্ণ পরিপন্থী। এই ধরনের অপসাংবাদিকতা রোধে সকল পেশাদার সাংবাদিককে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।

সভায় আরও বক্তব্য রাখেন, হাবিবুর রহমান, কাজী জাহাঙ্গীর হোসেন, শেখ শামিম, এস এম আলামিন, এস আলাল, আফসার উদ্দিন মৃধা, বেল্লাল শিকদার, নাজমুল হক, খান আরিফ, খান বশির, আনোয়ার হোসেন, কামরুল হাসান মৃধা, এনায়েত মোল্লা, সাইফুল ইসলাম খোকন ও ফেরদাউসসহ বরিশালের বিভিন্ন পত্রিকার সম্পাদক, বার্তা সম্পাদক, সিনিয়র রিপোর্টার ও মাঠপর্যায়ের সাংবাদিকরা।

🤝 যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত

অপসাংবাদিকতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে সভায় একটি যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়। বক্তারা জানান, পেশাদার সাংবাদিক সংগঠনগুলোর সমন্বয়ে শীঘ্রই একটি যৌথ কমিটি গঠন করা হবে। এই কমিটি মূলত তিনটি প্রধান কাজ করবে:

* ভুয়া সাংবাদিক চিহ্নিতকরণ: যারা সাংবাদিকতার নাম ভাঙিয়ে অপকর্ম করছে, তাদের চিহ্নিত করা।

* সাংবাদিকতার মান রক্ষা: পেশাগত শৃঙ্খলা ও নৈতিকতা বজায় রাখা।

* প্রশাসনের সঙ্গে সমন্বয়: কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের সঙ্গে নিবিড়ভাবে কাজ করা।

সভা শেষে বরিশালের সাংবাদিক সমাজ এক যৌথ বিবৃতিতে বলেন, “সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকতা আমাদের অঙ্গীকার, আর অপসাংবাদিকতার বিরুদ্ধে লড়াই আমাদের দায়িত্ব।”

এই মতবিনিময় সভার মাধ্যমে বরিশালের সাংবাদিক সমাজে পেশাগত শৃঙ্খলা, নৈতিকতা ও ঐক্যের এক নতুন দৃষ্টান্ত স্থাপিত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই ঐক্যবদ্ধ আন্দোলন বরিশালের সাংবাদিকতার মান উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

By দৈনিক শেষকথা

দৈনিক শেষকথা প্রকাশনার ২৩ বছর__ "দৈনিক শেষকথা" সরকারি মিডিয়াভূক্ত বহুল প্রচারিত দৈনিক পত্রিকা, রেজি নং-ঃ কেএন-৪৪১, Daily Seshkatha News24, সম্পাদক - মোঃ ইউনুস সোহাগ। নির্বাহী-সম্পাদক - মিজানুর রহমান। উপদেষ্টা মন্ডলি প্রধান - হাফিজুর রহমান, সহযোগী সম্পাদক-- মো: আতিকুর রহমান ইশতি। বার্তা সম্পাদক- আরিয়ান শ্রাবণ- জুবায়ের, সহযোগী বার্তা সম্পাদক - রাইসা ও মাইসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com