
📰 স্টাফ রিপোর্টার | দৈনিক শেষ কথা | বরগুনা,
৯ নভেম্বর ২০২৫
বরগুনার আমতলীতে জব্দকৃত জাটকা বিতরণের সময় বিশৃঙ্খলা সৃষ্টি করে মাছ লুটের ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার সকালে আমতলী উপজেলা মৎস্য বিভাগের ফিল্ড ফ্যাসিলেটর ইশরাত হোসেন বাদী হয়ে আমতলী থানায় এ মামলা দায়ের করেন।
মামলার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের আমতলী এলাকায় যৌথ বাহিনীর চেকপোস্টে কুয়াকাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ৪টি বাসে তল্লাশি চালিয়ে প্রায় ১,১০০ কেজি জাটকা জব্দ করা হয়।
এরপর ফিল্ড ফ্যাসিলেটর ইশরাত হোসেন হিমেলের উপস্থিতিতে এবং পুলিশের সহযোগিতায় স্থানীয় দরিদ্রদের মাঝে জব্দকৃত জাটকা বিতরণের উদ্যোগ নেওয়া হয়। তবে বিতরণের শেষ পর্যায়ে কিছু লোক বিশৃঙ্খলা সৃষ্টি করে মাছগুলো লুটে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার ভিডিও ও ছবি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এ বিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “ঘটনার তদন্ত চলছে। যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকার জাটকা ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে। এরই ধারাবাহিকতায় জব্দকৃত জাটকা নিয়মিতভাবে অসহায় ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়ে থাকে।