
📰 দৈনিক শেষ কথা
(নভেম্বর ৭) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন সফরকে সামনে রেখে পরিচালিত এক নিবিড় নিরাপত্তা অভিযানের সময় দেহারাদুনের প্যাটেল নগর এলাকা থেকে ভারতে অবৈধভাবে বসবাসকারী দুই বাংলাদেশি নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আগামী ৯ নভেম্বর উত্তরাখণ্ড রাজ্য প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত মূল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এই অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতেই সংস্কৃতি লোক কলোনি এলাকায় নিবিড় তল্লাশি অভিযান চালাচ্ছিল পুলিশ। এই তল্লাশিকালে ওই দুই নারীকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, জেরার মুখে ধৃত দুই নারীই অবৈধ পথে ভারতে প্রবেশের কথা স্বীকার করেছেন। তাঁদের একজন হলেন স্বাতী উপাধ্যায় ওরফে মরিয়ম, যাঁর বাড়ি বাংলাদেশের বরগুনা জেলায়। অন্যজন শিবলী আখতার ওরফে জলি ওরফে সানা, যিনি কুমিল্লা জেলার বাসিন্দা।
নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার অংশ হিসেবে চালানো এই অভিযানে অবৈধ অনুপ্রবেশকারীদের আটক করা একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছে স্থানীয় প্রশাসন। এই গ্রেপ্তারের ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে সচেতনতা আরও বাড়ানো হয়েছে।