
বরগুনা প্রতিনিধি | দৈনিক শেষ কথা
বরগুনার পাথরঘাটায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে চোখে মরিচের গুঁড়া নিক্ষেপ করে তিন গার্মেন্টস ব্যবসায়ীর কাছ থেকে বিক্রির নগদ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৪ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে কালমেঘা ইউনিয়নের আমড়াতলা ও বটতলা এলাকার মধ্যবর্তী নির্জন স্থানে এ ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ীরা হলেন—পাথরঘাটা বাজারের চৌধুরী ফ্যাশন-১ এর স্বত্বাধিকারী শাহ আলম চৌধুরী (৫৫) এবং তার দুই ছেলে রাজিব চৌধুরী (৩০) ও সজিব চৌধুরী (২৬)। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় আছেন।
আহত রাজিব চৌধুরী বলেন,
“প্রতিদিনের মতো দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলাম। হঠাৎ পিছন থেকে একটি মোটরসাইকেলে তিনজন এসে আমাদের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। এরপর তারা টাকার ব্যাগ ছিনিয়ে নেয় এবং বাধা দিলে মারধর করে। পরে চিৎকার শুনে এলাকাবাসী আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকাটি রাতে বেশ নির্জন থাকায় দুর্বৃত্তরা সুযোগ পায়। সাম্প্রতিক সময়ে একই এলাকায় একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করেন তারা। এতে স্থানীয়দের মধ্যে ভীতি তৈরি হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মেহেদী হাসান বলেন, “আমরা ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছি। ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।”
এ বিষয়ে থানার উপপরিদর্শক (এসআই) শহিদ বলেন, ঘটনাস্থল পরিদর্শনসহ ভুক্তভোগীদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেওয়া হয়েছে। এলাকার নিরাপত্তা জোরদারে বিশেষ নজরদারি চলছে।
স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ দ্রুত ছিনতাইকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।