📰 📝 বরগুনা, আমতলী প্রতিনিধি

বরগুনার আমতলীতে এক নারী ইউপি সদস্যের বিরুদ্ধে এক বুদ্ধিপ্রতিবন্ধীর ভাতার প্রায় ২৬ হাজার টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত সদস্যের নাম তামান্না বেগম, যিনি গুলিশাখালী ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য। ভুক্তভোগী প্রতিবন্ধী ও তার পরিবারের দাবি, গত তিন বছর ধরে ইউপি সদস্য তামান্না বেগম এবং তার ভাই যোগসাজশ করে এই ভাতার টাকা তুলে নিচ্ছেন।

ভাতার টাকা আত্মসাতের অভিযোগ

ভুক্তভোগী প্রতিবন্ধী হলেন গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানী এলাকার মৃত পবন গাজীর ছেলে দুলাল মিয়া। তিনি একজন বুদ্ধিপ্রতিবন্ধী। দুলাল মিয়ার প্রতিবন্ধী কার্ড নম্বর ২৪১১৭৬৪৩১৫-৪০৬ এবং ভাতা প্রাপ্তির জন্য নিবন্ধিত মোবাইল নম্বর ০১৭৩১৮৭৭৮৪৩।

গত শনিবার (২৯ অক্টোবর) দুলাল মিয়া এ ঘটনায় আমতলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-১২৪৬) করেছেন। জিডিতে তিনি উল্লেখ করেন, তিন বছর আগে সমাজসেবা কার্যালয় থেকে তিনি প্রতিবন্ধী ভাতার জন্য পরিচয়পত্র পান। কিন্তু তার নিজ মোবাইল নম্বরে কোনো টাকা না আসায় সমাজসেবা কার্যালয়ে খোঁজ নিতে গেলে জানতে পারেন, তার নামে বরাদ্দ ভাতার টাকা অন্য একটি নম্বর (০১৭৩৫০১৯০৬৯) থেকে নিয়মিত উত্তোলন করা হচ্ছে।

পরিবারের বক্তব্য ও টাকার পরিমাণ

দুলাল মিয়ার শ্বশুর জালাল ফরাজি অভিযোগ করে বলেন, “তিন বছর আগে আমার জামাই প্রতিবন্ধী কার্ড পায়। পরে জানতে পারি, তার নামের ভাতা মহিলা মেম্বার তামান্না বেগমের ভাই কামালের নম্বরে যায়। তিন বছরে প্রায় ২৬ হাজার ৪০০ টাকা তারা তুলেছেন।”

তিনি আরও বলেন, “মেম্বারকে জিজ্ঞেস করলে তামান্না বলে, ‘টাকা আইলে পাবি আনে, আমিতো তোদের টাকা মেরে খাই না।’ পরে অসুস্থ হয়ে পড়ায় বিষয়টি আর খোঁজ করতে পারিনি।”

অভিযুক্ত ও সংশ্লিষ্টদের প্রতিক্রিয়া

অভিযোগের বিষয়ে জানতে ইউপি সদস্য তামান্না বেগমকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। পরবর্তীতে অন্য একজন ফোন ধরলেও সাংবাদিক পরিচয় জানার পর দ্রুত ফোন কেটে দেন।

থানায় জিডিতে উল্লিখিত যে নম্বর (০১৭৩৫০১৯০৬৯) থেকে টাকা উত্তোলন হচ্ছিল, সেই নম্বরে ফোন করলে ট্রুকলারে সেটি শাহাবুল নামে নিবন্ধিত দেখা যায়। তিনি নিজেকে শ্রমিক এবং বাবার নাম রুস্তম হাওলাদার, ঠিকানা নাজিরহাট বাউফল বলে দাবি করেন। তবে, তার কথাবার্তায় জড়তা ছিল এবং কিছুক্ষণ পর ফোনটি কেটে দেন। এরপর আর তাকে ফোনে পাওয়া যায়নি।

আমতলী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মঞ্জুরুল কাওসার জানিয়েছেন, “বিষয়টির তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকুনুজ্জামান খান বলেন, “আমরা বিষয়টি অবগত। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

গুরুত্বপূর্ণ বিষয়

* অভিযুক্ত: তামান্না বেগম, সংরক্ষিত নারী ইউপি সদস্য।

* ভুক্তভোগী: দুলাল মিয়া, বুদ্ধিপ্রতিবন্ধী।

* আত্মসাতের পরিমাণ: প্রায় ২৬ হাজার ৪০০ টাকা।

* কার্ড নম্বর: ২৪১১৭৬৪৩১৫-৪০৬।

* জিডি নম্বর: আমতলী থানায় ১২৪৬।

* উত্তোলনকৃত নম্বর: ০১৭৩৫০১৯০৬৯।

 

By দৈনিক শেষকথা

দৈনিক শেষকথা প্রকাশনার ২৩ বছর__ "দৈনিক শেষকথা" সরকারি মিডিয়াভূক্ত বহুল প্রচারিত দৈনিক পত্রিকা, রেজি নং-ঃ কেএন-৪৪১, Daily Seshkatha News24, সম্পাদক - মোঃ ইউনুস সোহাগ। নির্বাহী-সম্পাদক - মিজানুর রহমান। উপদেষ্টা মন্ডলি প্রধান - হাফিজুর রহমান, সহযোগী সম্পাদক-- মো: আতিকুর রহমান ইশতি। বার্তা সম্পাদক- আরিয়ান শ্রাবণ- জুবায়ের, সহযোগী বার্তা সম্পাদক - রাইসা ও মাইসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com