
📰 স্টাফ রিপোর্টার | দৈনিক শেষ কথা | বরগুনা | সোমবার, ৩ নভেম্বর ২০২৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করেন।
[video width="720" height="720" mp4="https://dailyseshkatha.online/wp-content/uploads/2025/11/VID-20251104-WA0004.mp4"][/video]
সংবাদ সম্মেলনে জানানো হয়, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনটি আসন—দিনাজপুর-৩, বগুড়া-৭ এবং ফেনী-১ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যদিকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন।
https://youtu.be/EAa5thcRACo?si=oMwrPhk7Ce0vzKIO
ঘোষিত তালিকায় বরগুনা-১ (সদর, আমতলী ও তালতলী) আসনে মনোনয়ন পেয়েছেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা।
অন্যদিকে, বরগুনা-২ (পাথরঘাটা, বামনা ও বেতাগী) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ নূরুল ইসলাম মণি।
মনোনয়ন ঘোষণার পর বরগুনার প্রতিটি উপজেলায় নেতা-কর্মীদের মধ্যে আনন্দের বন্যা বইতে দেখা যায়। ধানের শীষের পক্ষে মিছিল ও শোভাযাত্রায় মুখর হয়ে ওঠে শহর ও গ্রামীণ জনপদ।
বরগুনা জেলা বিএনপির সদস্যসচিব এস এম হুমায়ুন হাসান শাহীন বলেন,
“আমরা বরগুনার দুইটি আসনে কাঙ্ক্ষিত প্রার্থী পেয়েছি। বিএনপির অবস্থান এখানে অত্যন্ত শক্তিশালী এবং কোনো গ্রুপিং নেই। ইনশাআল্লাহ, এবার আমরা দুটি আসনেই বিপুল ভোটে জয়ী হবো।”
https://youtube.com/shorts/CX9ZO5SEO9s?si=8teP4yhxTIqOBUMe
💬 মো. নজরুল ইসলাম মোল্লা (বরগুনা-১) বলেন,
“দলের মনোনয়ন পেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এই এলাকার মানুষ বিএনপিকে ভালোবাসে। ইনশাআল্লাহ এবার বিজয় আমাদের হবেই।”
আলহাজ নূরুল ইসলাম মণি (বরগুনা-২) বলেন,
“১৭ বছরে বরগুনা-২ আসনে কোনো উন্নয়ন হয়নি। আমার হাতে এই অঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়েছিল। নির্বাচিত হতে পারলে বরগুনার ভৌগোলিক অবস্থান অনুযায়ী একটি শক্তিশালী ইকোনমিক জোন গড়ে তুলবো।
২৩৭ আসনের তালিকায় না থাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে দুই হেভিওয়েট নেতাকে ঘিরে—
ঢাকা-১২ আসনে সাবেক যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলের পরিবর্তে মনোনয়ন পেয়েছেন যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব।
বরিশাল-২ আসনে সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন আলালের পরিবর্তে নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য সরফুদ্দিন আহমেদ সান্টু।
এছাড়াও, রুহুল কবির রিজভী, রুমিন ফারহানাসহ আরও কয়েকজন সিনিয়র নেতার নাম ঘোষিত তালিকায় আসেনি। দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের আগে তালিকায় কিছু সংযোজন-বিয়োজন হতে পারে।
একইদিন রাতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ আসন (বাড্ডা, ভাটারা ও রামপুরা) থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এছাড়াও মনোনয়ন পেয়েছেন—
ঢাকা-১৮: নাসীরুদ্দীন পাটওয়ারী (মুখ্য সমন্বয়ক)
নরসিংদি-২: সারোয়ার তুষার (কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক)
রংপুর-৪: আখতার হোসেন (সদস্য সচিব)
পঞ্চগড়-১: সারজিস আলম (উত্তরাঞ্চল মুখ্য সংগঠক)
কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহ
ঢাকা-১০: আসিফ মাহমুদ
ঢাকা-৯: তাসনিম জারা
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন,
“আমরা জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে অংশ নিচ্ছি। আমাদের প্রতিটি প্রার্থী স্থানীয়ভাবে জনপ্রিয় এবং যোগ্য।”
বিএনপি ও এনসিপি—দুই দলের প্রার্থী তালিকা ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী মাঠ এখন আরও উত্তপ্ত। বরগুনায় প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে যে উচ্ছ্বাস দেখা গেছে, তা আসন্ন নির্বাচনে দক্ষিণাঞ্চলের রাজনীতিতে নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে।
প্রকাশনার ২৩ বছর___ "দৈনিক শেষকথা"
সরকারি মিডিয়াভূক্ত বহুল প্রচারিত দৈনিক পত্রিকা,
রেজি নং-ঃ কেএন-৪৪১
📰 দৈনিক শেষকথা
📍 বরগুনা প্রতিনিধি
🗓️ প্রকাশিত: / / ২০২৫ | _বার,
🔖 বিশেষ প্রতিবেদন
# ইউনিটের নাম ও পরিচিতি :-
"শেষকথা মাল্টিমিডিয়া" :-
“চোখে দেখা, কানে শোনা, মনের ভিতর খবর”
কাজের ধরণ: ভিডিও সংবাদ, লাইভ রিপোর্ট, ভয়েস রিপোর্ট, ভিডিও ফিচার, ইনফোগ্রাফিক রিপোর্ট,
🔗 Our Service's & live Channels 📡📺 ________
🔴 লাইভ নিউজ আপডেট জেলাভিত্তিক বা জরুরি ঘটনার তাৎক্ষণিক লাইভ কাভারেজ
📺 সাপ্তাহিক অনুষ্ঠান “শেষকথার মুখোমুখি”--
“বরগুনার খবর”---“নারী কথা”
🎙️ পডকাস্ট/ ভয়েস রিপোর্ট সংবাদ বা মতামতের অডিও ফর্ম
📹 ভিডিও প্রতিবেদন নির্দিষ্ট ইস্যুতে ফিল্ড রিপোর্ট ও স্ক্রিপ্টেড ভিডিও
🧑🤝🧑 সাক্ষাৎকার:- স্থানীয় প্রশাসন, রাজনীতি, সমাজকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে
🎥 ভিডিও রিপোর্টিং
🎤 প্রেজেন্টার / নিউজ রিডার
✍️ স্ক্রিপ্ট রাইটার
🧑💻 ভিডিও এডিটর
📱 সোশ্যাল মিডিয়া ম্যানেজার -
🎙️ ভয়েস ওভার আর্টিস্ট
ওয়েবসাইট :-
https://dailyseshkatha.online/
https://dailybarguna3.wordpress.com/
https://dailycurrentnews8.wordpress.com/
https://thedailybargunablog.wordpress.com/
🔗 ইউটিউব লাইভ চ্যানেল লিংক :-
https://youtube.com/@dailyseshkathaonline?si=QnwTnMKaUB7IfNLx
https://youtube.com/@seshkathanews24?si=TJeZYgt4rKhcWBK_
🔗 হোয়াটসঅ্যাপ চ্যানেল :-
চ্যানেল লিংক https://whatsapp.com/channel/0029Vb6M8aP4tRrnaApTX41q
📢 যোগাযোগ করুন আমাদের সাথে:
🌐 ওয়েবসাইট: https://dailyseshkatha.online
📧 ইমেইল: dailyseshkathaonline@gmail.com
📲 WhatsApp/Signal: (Admin-SesHKathAChannel)
https://wa.me/+8801626547154
Call us- +8801889115161 / +8801963875257
Facebook link- https://www.facebook.com/dailyseshkathaonline
https://www.facebook.com/profile.php?id=61578713904473
https://www.facebook.com/Bartamansangbad
Messenger Group - https://m.me/cm/AbYWXPeZQSRDVHQU/?send_source=cm%3Acopy_invite_link
তথ্য ও নিউজ পাঠানোর জন্য যোগাযোগ করুন-
https://wa.me/8801889115161
News Update Group - https://facebook.com/groups/2120594495117098/
সামাজিক প্রতিষ্ঠানসমূহ :-
https://www.facebook.com/profile.php?id=100079031007495
https://www.facebook.com/profile.php?id=100089132868939
Copyright © 2025 দৈনিক শেষকথা. All rights reserved.